logo
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩০
ইসিকে প্রতিপক্ষ করতে চাচ্ছে ঐক্যফ্রন্ট : ১৪ দল
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইসিকে প্রতিপক্ষ করতে চাচ্ছে ঐক্যফ্রন্ট : ১৪ দল

নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি ‘ব্লেইম গেইম’ খেলছে। তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে ১৪ দল নেতারা।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে সচিবের সঙ্গে বৈঠক শেষে ১৪ দলের নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। এর আগে সাত সদস্যের একটি দল দুপুরে নির্বাচন কমিশনে যায়।

দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা ১৪ দলের পক্ষ থেকে কমিশনকে বলেছি কিছুদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ছয়টি অভিযোগ করেছেন। বিএনপির পক্ষ থেকে মওদুদ আহমেদ বিভিন্ন অভিযোগ করে গেছেন। ওনাদের অভিযোগগুলো দেশের সুষ্ঠ ও অবাধ নির্বাচনের পরিপন্থী। তারা একটা ব্লেইম গেইম খেলছে’।

‘যে ব্লেইম গেইমের মধ্য দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হলেও তারা যাতে কিছু কথা বলতে পারে, সেটা এখন থেকে বলা শুরু করেছে। ব্লেইম গেইমের মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ করতে চাচ্ছে। যে প্রতিপক্ষের মধ্য দিয়ে তাদের বিভিন্ন রকম প্লান বা ডিজাইন আছে সেটা রাজনৈতিক অঙ্গনে ডিজাইনগুলোকে তারা বাস্তবে রুপ দিতে চাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা কমিশনে বলেছি নির্বাচনের পূর্বেও তারা বিভিন্ন অন্তর্ঘাতমূলক কাজ কর্ম করতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে তাই দেখা যায়। কারণ জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দলের মূল নিয়ামক শক্তি হল জামায়াত ইসলাম। তারা দেশে এবং বিদেশের সাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্লান প্রোগ্রাম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিকভাবে কমিশনকে হেয় করতে চেষ্টা করছে।’ 
তারা ভোট ভণ্ডুল করতে চাচ্ছে এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীল করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন  ১৪ দল নেতারা। 
জামায়াত ইসলাম রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ বড়ুয়া। এ ব্যাপারে ইলেকশন কমিশন (ইসি) কী বলেছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা সতর্ক আছে। নিশ্চিত করেছে আগামী ১৩ তারিখ আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে কমিশন বৈঠক করবে। বৈঠক করে এই সমস্ত ব্যাপারগুলো উপস্থাপন করবেন। যাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়।’ 

‘আমরা এটাও বলেছি বিদেশী যে পর্যবেক্ষণ আসবে তাদের হিডেন (গোপন) এজেন্ডা থাকে। এসব এজেন্টরা যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে সেই ব্যাপারে তারা যেনো সতর্ক থাকে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com