logo
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪০
লাল সবুজে ‘দেশীদশ’
প্রথম বাংলাদেশ ডেস্ক

লাল সবুজে ‘দেশীদশ’

বছর ঘুরে বিজয় আসে বার বার। এবারেও গৌরবের বিজয় এসেছে আনন্দ আর উল্লাসের বার্তা নিয়ে। দেশীদশের বিজয় উদযাপনের প্রতিপাদ্য লাল সবুজে দেশীদশ।
 
তাই প্রতিবারের মত এবারের বিজয়েও দেশীদশ সেজেছে জ্বলজ্বলে লাল সবুজে যেন সবুজের বুকে লাল সূযটা ঝলমল উচ্ছল প্রাণের বন্যায়।

সমকালীন ফ্যাশন চলমানতাকে সামনে রেখে অত্যান্ত আধুনিকতায় দেশীদশ পরিবারের নিপুন, কে-ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা, সৃষ্টি সহ ১০টি ফ্যাশন হাউজ সেজেছে লাল সূযের সবুজ ছায়ায়।

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com