logo
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৬
ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী পাকিস্তান
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী পাকিস্তান

সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।  সোমবার সোমবার ইসলামাবাদ সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

বৈঠকে আরাকচি কোরেশিকে জানান, রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক বিষয়াদিতে ইরান ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী ও গঠনমূলক সম্পর্ক রয়েছে। ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তেহরান-ইসলামাবাদ সম্পর্কে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি কিছু সুযোগও সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন তিনি। নয়া প্রেক্ষাপটে সৃষ্ট সুযোগ দুই দেশের কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন আরাকচি।  খবর পার্সটুডের।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের সীমান্ত থেকে একদল ইরানি নিরাপত্তারক্ষীকে অপহরণ করে পাকিস্তানের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ব্যাপারেও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অপহৃত ১২ ইরানি সীমান্তরক্ষীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করে তেহরানের হাতে তুলে দেয়ায় তিনি ইসলামাবাদকে ধন্যবাদ জানান। বাকি সাত ইরানি সীমান্তরক্ষীও পাকিস্তান সরকারের আন্তরিক প্রচেষ্টায় অচিরেই মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একদিনের ইসলামাবাদ সফরে আরাকচি পাকিস্তানের সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুশাহিদ হুসাইনের সঙ্গেও সাক্ষাৎ করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com