সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। সোমবার সোমবার ইসলামাবাদ সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের সীমান্ত থেকে একদল ইরানি নিরাপত্তারক্ষীকে অপহরণ করে পাকিস্তানের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ব্যাপারেও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অপহৃত ১২ ইরানি সীমান্তরক্ষীর মধ্যে পাঁচজনকে উদ্ধার করে তেহরানের হাতে তুলে দেয়ায় তিনি ইসলামাবাদকে ধন্যবাদ জানান। বাকি সাত ইরানি সীমান্তরক্ষীও পাকিস্তান সরকারের আন্তরিক প্রচেষ্টায় অচিরেই মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একদিনের ইসলামাবাদ সফরে আরাকচি পাকিস্তানের সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মুশাহিদ হুসাইনের সঙ্গেও সাক্ষাৎ করেন।