logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৪
কিছুক্ষণ পরেই প্রকাশ হবে বিএনপির একক প্রার্থীর তালিকা
প্রথম বাংলাদেশ ডেস্ক

কিছুক্ষণ পরেই প্রকাশ হবে বিএনপির একক প্রার্থীর তালিকা

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তালিকা প্রকাশ করা হবে। বিএনপি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় একক প্রার্থী তালিকা প্রকাশ করবে।

গুলশান কার্যালয় সূত্র জানায়, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যেসব আসন নিয়ে দর কষাকষি চলছে এবং যেসব আসনে দলের মূল প্রার্থীরা যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন সেগুলো রেখে ১৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

এ তালিকাই আজ দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে ঘোষণা করবেন। আজই চূড়ান্ত প্রার্থীদের চিঠিও দেওয়া হবে।

এর আগে গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, তারা আশা করছেন বুধবারের মধ্যে দলের মনোনয়নের তালিকা চূড়ান্ত করতে পারবেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com