logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৯
‘বিয়ে লুকানো যায়, গর্ভবতী হওয়া নয়’
প্রথম বাংলাদেশ ডেস্ক

‘বিয়ে লুকানো যায়, গর্ভবতী হওয়া নয়’

ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর মধ্যে অন্যতম।

এই তারকা জুটির বিয়ে হওয়ার পর থেকেই বলি সুনদরী আনুশকা শর্মার মা হওয়া নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

তবে এই বলিউড নায়িকার মা হওয়া নিয়ে এতদিন ধরে যে জল্পনা-কল্পনা চর্চা হয়ে আসছে তার সবই মিথ্যা ও ভিত্তিহীন, এমনটাই জানিয়েদিয়েছেন আনুশকা। বিরাট কোহলি পত্নীর আনুশকা কথায়, ‘বিয়ে লুকানো যায়, গর্ভবতী হওয়া নয়।’

বলিউড সিনেমা ‘জিরো’র পর আর কোন ছবিতে এখনও সই করেননি আনুশকা, আর এই তথ্যের পর ভিত্তি করে অনেকেই বলতে শুরু করেন আনুশকা শর্মা সন্তানসম্ভবা।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যেমে একাধিক খবরও প্রকাশিত হয়। সোশ্যাল মিডিয়াতেও আনুশকার ছবি নিয়ে তর্ক-বিতর্ক শুরু করেছেন নেটিজেনদের একটি বড় অংশ।

এ খবর ‘অর্থহীন’ এবং ‘হাস্যকর’, এমনটিই জানিয়েছেন বিরাট কোহলির স্ত্রী। কিছুটা বিরক্তি প্রকাশ করেই আনুশকা জানিয়েছেন, ‘এই গুজব একেবারে অপ্রয়োজনীয় এবং ভিত্তিহীন। এটা বোঝা দরকার, একজন তার বিয়ে লুকাতে পারে, গর্ভবতী হওয়া নয়। আমি তো ভেবেই অবাক হই, এমন সব খবর কোথা থেকে আসে, কীভাবেই বা তৈরি হয়।’ বলেন আনুশকা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com