logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৪
সোমবার সোহরাওয়ার্দীতে জনসভা করবে বিএনপি
প্রথম বাংলাদেশ ডেস্ক

সোমবার সোহরাওয়ার্দীতে জনসভা করবে বিএনপি

আগামী ১০ ডিসেম্বর সোমবার রাজধানীতে জনসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় জনসমাবেশ করবে তারা। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ‘জনসভা উপলক্ষে আমরা পুলিশ কমিশনার ও সোহরাওয়াদী উদ্যানের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আশা করছি ১০ ডিসেম্বর সোমবার ঐক্যফ্রন্টের এই জনসভা সার্থক হবে, সাফল্য মণ্ডিত হবে।’

নিবাচনকে প্রহসনে পরিণত করছে সরকার এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগের জনসমর্থন শূন্য,  তাই একতরফা নিবাচনের সমস্ত কলাকৌশল অবলম্বন করছে। আর এ কাজে সরকারকে সার্বিক সহযোগিতা করছে বতমান নির্বাচন কমিশন।’ 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com