নির্বাচনকে সামনে রেখে একটি মহল গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস শিল্পে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা করছে একটি মহল। বিশৃংখলা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি জানান, নারায়ণগঞ্জের তিনটি গার্মেন্টস কারখানায় তিন মাস বেতন ভাতা না হওয়ায় এবং গাজীপুরের একটি কারখানা হঠাৎ বন্ধ করে দেয়ায় সেখানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়েই জরুরি সভা ডাকা হয়।
সভায় গাজীপুরের মেয়র, বিজিএমইএ ও বিকেএমইএ'র সভাপতিসহ আইনশৃংখলা বাহিনীর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।