logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৯
জাতীয় স্মৃতিসৌধে তিনদিন সর্ব সাধারণের প্রবেশ বন্ধ
প্রথম বাংলাদেশ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে তিনদিন সর্ব সাধারণের প্রবেশ বন্ধ

মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্ব সাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক তথ্য বিবরণীতে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধে ফুলের বাগানের যাতে কোনোরূপ ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

 

এছাড়া বিজয় দিবস ২০১৮ উপলক্ষে ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে) পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে এবং রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে নির্দেশ দেয়া হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com