logo
আপডেট : ৮ জুলাই, ২০১৮ ২০:২১
একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশ
প্রথম বাংলাদেশ ডেস্ক

একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশ দিয়ে বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষায়িত প্রকল্প।

আজ (রোববার) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্পের কাজ স্বচ্ছ, গতিশীল ও জনকল্যাণমুখী করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান মিল্কভিটার মাধ্যমে দেশে দুগ্ধ বিপ্লবের সূচনা হয়।

তিনি প্রকল্পের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, শূন্যপদ দ্রুত পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com