logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৮ ১১:১৮
হঠাৎ বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা স্থগিত
প্রথম বাংলাদেশ ডেস্ক

হঠাৎ বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা স্থগিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার রাতে। কিন্তু হঠাৎ করে সেই তালিকা প্রকাশ স্থগিত করা হল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে বিএনপির প্রার্থীদের আংশিক তালিকা প্রকাশ করা হবে। জানিয়ে দেয়া হবে কে কোন আসন থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন।

বিএনপির প্রার্থীরা অপেক্ষার প্রহর গুনছিলেন কখন প্রার্থী তালিকা আসবে। গণমাধ্যমকর্মীরা সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

কিন্তু সন্ধ্যার পর বিএনপির কার্যালয় থেকে জানানো হয়-প্রার্থী তালিকা প্রকাশ করা হবে না। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির গণমাধ্যমকে জানান, অনিবার্য কারণবশত প্রার্থীদের তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে।

জানা গেছে, বিএনপির প্রস্তুতি ছিল ১৫০ আসনে প্রার্থী ঘোষণার। তারা সেই তালিকাও চূড়ান্ত করে রেখেছিল। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আপত্তিতে সেই ঘোষণা স্থগিত করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com