logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৮ ১১:২৪
যে কারণে ইসিকে ধন্যবাদ দিল মির্জা ফখরুল
প্রথম বাংলাদেশ ডেস্ক

যে কারণে ইসিকে ধন্যবাদ দিল মির্জা ফখরুল

আসন্ন একাদশ জাতিয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে করা আপিলে বিএনপির অনেকে প্রার্থিতা ফেরত পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, 'ন্যায়বিচার' পেলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন। আপিলে 'ন্যায়বিচার' করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, 'দলের অধিকাংশ প্রার্থীর আপিলে ন্যায়বিচার পাওয়াকে বিজয় হিসেবে দেখছে বিএনপি। ন্যায়বিচার পেলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন— এটাই স্বাভাবিক।'

বিএনপি মহাসচিব বলেন, 'আজ সরকার এত ভীতসন্ত্রস্ত যে, নির্বাচনে তারা বিরোধী দল মোকাবেলায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। এর উদ্দেশ্যই হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করা। সারাদেশে গ্রেফতার চলছেই, কোথাও কোথাও বেড়েছে। বিএনপির ঘরোয়া সাংগঠনিক সভায়ও বাধা দেওয়া হচ্ছে।'

তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'নির্বাচনের পরিবেশ তৈরি করুন, বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ দিন। রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিন। গ্রেফতার বন্ধ করুন।'

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যেসব কর্মকর্তাকে রিটার্নিং অফিসারকে দায়িত্ব দিয়েছিলেন, সেখানে প্রার্থীরা ন্যায়বিচার পাননি। কারণ সরকারি কর্মকর্তাদের সরকারের কথায় চলতে হয়। এ কারণে অনেক ক্ষেত্রে দেখা যায়, ন্যায়বিচার করা সম্ভব হয় না।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com