মুন্সীগঞ্জ শাহ মোয়াজ্জেমকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ সমর্থকরা।
শনিবার সকালে শাহ মোয়াজ্জেমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিলও করেছেন স্থানীয় মহিলারা।পরে দুপুরে সিরাজদিখানের নিমতলা ও উপজেলা মোড়ে বিক্ষোভ করেন তারা।
এর আগে উপজেলার শেখরনগরের গোপালপুরে বেলা ১১ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেখ মো. আব্দুল্লাহ, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আমিন উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ, খোরশেদ আলম, সিদ্দিক মোল্লা, অহিদুল ইসলাম, শাহাদাত শিকদার, পার্থ প্রমুখ উপস্থিত ছিলেন।