ভারতের সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ে আগামী ১১ ডিসেম্বর। হাই প্রোফাইল এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের কয়েক হাজার অতিথি। সেই অতিথি তালিকায় শিল্পপতি মুকেশ আম্বানির ব্যবসায়ী বন্ধুরা ছাড়াও থাকবেন বলিউড ও হলিউডের জনপ্রিয় তারকারা। তাদেরই একজন গ্র্যামী জয়ী মার্কিন গায়িকা বিয়ন্সে।
২৭ বছর বয়সী ঈশা আম্বানির বিয়ে হচ্ছে ৩৩ বছর বয়সী আনন্দ পিরামলের সঙ্গে। এই পিরামল গোষ্ঠীর সঙ্গে আম্বানি পরিবারের ব্যবসায়ীক সম্পর্ক চার দশকের পুরনো। সেই সম্পর্ক এবার পারিবারিক হতে চলেছে। স্বাতী ও অজয় পিরামলের ছেলে আনন্দের সঙ্গে ঈশার সম্পর্কটাও বেশ পুরনো। সম্প্রতি মহাবালেশ্বরের এক মন্দিরে ঈশাকে প্রেমের প্রস্তাব দেন আনন্দ। ঈশা তা গ্রহণ করতেই খুশির হাওয়া দুই পরিবারে।
এর আগে ইতালির কোমো লেকের ধারে ঈশা ও আনন্দের বাগদান অনুষ্ঠান হয়। যেখানে গত মাসে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ঈশা-আনন্দের সেই বাগদানে উপস্থিত ছিলেন ৬০০ অতিথি। ওই অনুষ্ঠানে গান শুনিয়েছিলেন আরেক গ্র্যামি জয়ী মার্কিন গায়ক জন লিজেন্ড। আর এবার বিয়ের অনুষ্ঠান মাতাতে হাজির হচ্ছেন বিয়ন্সে।