logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪৭
বিএনপি কার্যালয়ে মনোনয়ন-বঞ্চিতদের তালা
প্রথম বাংলাদেশ ডেস্ক

বিএনপি কার্যালয়ে মনোনয়ন-বঞ্চিতদের তালা

মনোনয়ন-বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। পাশাপাশি লোহার কেচিগেটের উপরে সাঁটানো একটি ব্যানার। তাতে লাল অক্ষরে বড় করে লেখা ‘প্রতিবাদ মিছিল’।

চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা শনিবার এই তালা ও ব্যানার ঝুলিয়ে দেন বলে জানা গেছে।

কার্যালয়ের সামনে মিলন সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। সেখানে মিলনের স্ত্রী সাবেক মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবিও উপস্থিত ছিলেন।

পরে কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেল মিলনকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। দলের হয়ে যারা কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা।

এবার চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন এহসানুল হক মিলন। তবে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com