logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫২
অ্যাডিলেডে সুবিধাজনক অবস্থানে ভারত
প্রথম বাংলাদেশ ডেস্ক

অ্যাডিলেডে সুবিধাজনক অবস্থানে ভারত

অ্যাডিলেড টেস্টে সুবিধাজনক অবস্থানে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫১ রান তুলে তৃতীয় দিন শেষে করেছে বিরাট কোহলির দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে ১৬৬ রানে এগিয়ে আছে তারা।

প্রথম ইনিংসে ভারতের ২৫০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ১৯১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শনিবার তৃতীয় দিনে মাত্র ১০.৪ ওভার টিকেছে অজিদের ইনিংস। স্কোরবোর্ডে আর ৪৪ রান যোগ করে বাকি ৩ উইকেট হারায় তারা।

দলীয় ২০৮ রানে মিচেল স্টার্ককে উইকেটের পেচনে ঋষভ পান্তের ক্যাচ বানিয়ে ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দেন জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার আশার প্রদীপ হয়ে থাকা ট্রাভিস হেড ফিরেছেন দলীয় ২৩৫ রানে। ব্যক্তিগত ৭২ রানে মোহাম্মদ শামির বলে পান্তর হাতে ক্যাচ দেন তিনি। ঠিক পরের বলেই জস হ্যাজলউডকে তুলে নিয়ে ভারতকে ১৫ রানের লিড এনে দেন শামি। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

বৃষ্টি থামার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসে ছন্নছাড়া হলেও এবার শুরুটা বেশ দারুণ হয়েছে সফরকারী দলের। ওপেনিং জুটিতে আসে ৬৩ রান। ব্যক্তিগত ১৮ রানে মুরালি বিজয় স্টার্কের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর দ্রুতই আরেক ওপেনার লোকেশ রাহুলকেও হারায় ভারত। হ্যাজলউডের বলে উইকেটের পেছনে টিম পেইনের হাতে ধরা পড়েন রাহুল। ৬৭ বলে ৩ চার আর এক ছক্কায় ৪৪ রান করেন তিনি।

এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক কোহলি। এদিন বেশ সাবধানী ছিলেন তিনি। প্রতিটি বলের মান যাচাই করে খেলেছেন। রান তুলেছেন বেশ ধীরগতিতে। পূজারাকে তার স্বভাবসুলভ চরিত্রেই দেখা গেছে। দু’জন মিলে অস্ট্রেলিয়ার বোলারদের হতাশায় ডুবিয়েছেন। তবে শেষতক হার মানতে হয়েছে কোহলিকে। দিনের খেলা চার ওভার বাকি থাকতে নাথান লায়নের শিকার হয়ে ফিরেছেন ভারতীয় দলপতি। ফেরার আগে ১০৪ বলে ৩৪ রান করেছেন তিনি। 

কোহলি ফেরার পর আজিঙ্কা রাহানেকে নিয়ে বাকি ওভারগুলো কটিয়ে দিয়েছেন পূজারা। লায়নের বলে দুইবার আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে যাওয়া পূজারা ১২৭ বলে ৪০ রান নিয়ে আজ পুনরায় ব্যাট করতে নামবেন। তার সঙ্গী রাহানে ১ রানে অপরাজিত আছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com