ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ অ্যানকোনার একটি নৈশক্লাবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয় জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।
ল্যানটেরনা আজুরা নৈশক্লাবটিতে র্যাপ সংগীতশিল্পী এসফেরা ইবাস্তা গান গাইছিলেন। তখন প্রায় এক হাজার দর্শক ক্লাবটির ভেতরে উপস্থিত ছিল। আহতদের সেনিগালিয়া এবং অ্যানকোনার হাসপাতালে নেয়া হয়েছে। আহত অনেকের শরীরে ক্ষত রয়েছে। ২৬ বছর বয়সী এসফেরা ইবাস্তার প্রকৃত নাম জিওনাতা বসচেট্টি। ইতালিতে বাণিজ্যিকভাবে একজন সফল গায়ক তিনি।
গত বছরের জুনে তুরিন শহরে চ্যাম্পিয়ন লিগের চূড়ান্ত খেলা চলাকালে আতশবাজি ফোটানোর কারণে দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়িতে তখন প্রায় ১৫০০ ব্যক্তি আহত হয়।