logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৮ ১৮:১০
আপিলে বাদ নাসিরপুত্র হেলালের প্রার্থিতা
প্রথম বাংলাদেশ ডেস্ক

আপিলে বাদ নাসিরপুত্র হেলালের প্রার্থিতা

উচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা মীর নাসিরের ছেলে মীর হেলাল উদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার আপিল নিষ্পত্তির শেষ দিনে এ ঘোষণা দেওয়া হয়।

হেলাল চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এর আগে বৃহস্পতিবার এই অভিযোগে মীর নাসিরের মনোনয়ন অবৈধ ঘোষণা দেওয়া হয়েছিল।

হেলাল উদ্দিনের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে কাঙ্খিত রায় পাইনি। কমিশনের আইন হলো কারো বিরুদ্ধে দণ্ডাদেশ স্থগিত থাকলে তার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। অথচ, কমিশন নিজের আইন নিজেই ভঙ্গ করেছে। এটা নিয়ে আমরা উচ্চ আদালতে যাবো।’

সকাল ১০টায় নির্বাচন ভবনের ১১তলায় অস্থায়ী এজলাসে এ শুনানি শুরু হয়। শুনানি করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com