logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৮ ১১:২৫
এবার নোভা ফোর আনছে হুয়াওয়ে
প্রথম বাংলাদেশ ডেস্ক

এবার নোভা ফোর আনছে হুয়াওয়ে

হুয়াওয়ের আপার মিডরেঞ্জের ফোন নোভা। এই সিরিজে চারটি ফোন আনে প্রতিষ্ঠানটি। ফোনগুলো জনপ্রিয়তা পায়। এরই ধারবাহিকতায় এবার হুয়াওয়ে আনছে নোভা ফোর। এই ফোনটি পূর্বের সব নোভা সিরিজের ফোনের থেকে আলাদা। এতে হাইএন্ড সিরিজের চিপসেট এবং উন্নত কনফিগারেশন ব্যবহৃত হয়েছে। ফোনটিতে ইন-স্কিন সেলফি ক্যামেরা সংযোজন করা হয়েছে। 

সম্প্রতি নোভা ফোর ফোনের টিজার প্রকাশ করেছে হুয়াওয়ে। প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে ডিসপ্লের মধ্যেই আছে সেলফি ক্যামেরা। ডিসপ্লের উপরিভাগে বাম কোণায় ছোট্ট একটা বিন্দুর মতো ক্যামেরা মডিউল ব্যবহৃত হয়েছে। এর আগে কোনো ফোনে এই ধরনের সেলফি ক্যামেরা দেখা যায়নি। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো জানিয়েছে, হুয়াওয়ে নোভা ফোর বাজারে আসবে ১৭ ডিসেম্বর। 

গতবছর হুয়াওয়ে নোভো টু বাজারে আনে। এতে ছিল কিরিন ৯৬০ চিপসেট। এ বছরের জুলাইতে আসে নোভা থ্রি। নোভো থ্রিতে কিরিন ৯৭০ চিপসেট ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হচ্ছে নোভো ফোরে থাকছে কিরিন ৯৮০ মডেলের চিপসেট।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com