logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৯
জামায়াতকে যে আসনগুলো দিতে চায় বিএনপি
প্রথম বাংলাদেশ ডেস্ক

জামায়াতকে যে আসনগুলো দিতে চায় বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবন্ধু জামায়াতকে যেসব আসনে ছাড় দিয়ে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিয়েছে দলটি।

২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের আওতাধীন শরিক দলগুলোকে অর্ধশত আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এদিকে সব দলই সিদ্ধান্ত নেয়, বিএনপির ধানের শীষ নির্বাচনী প্রতীকে ভোটে যাওয়ার। তবে আসন বণ্টন নিয়ে বিএনপি-জামায়াত মনকষাকষির সর্বশেষ সমীকরণ তা অনিশ্চিত করে তুলেছে।

যেসব আসন জামায়াতকে দিতে চায় বিএনপি

দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com