logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৬
৪৭ পেরিয়ে ৭৬-এ ‘দহন’
প্রথম বাংলাদেশ ডেস্ক

৪৭ পেরিয়ে ৭৬-এ ‘দহন’

গেল ৩০ নভেম্বর অপেক্ষার পালা শেষ করে মুক্তি দেওয়া হয় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত ‘দহন ‘ছবিটি। মুক্তির পর বেশ ভালো সাড়া মেলে দর্শকদের থেকে। ‘পোড়ামন ২’ ছবির পর দহনে আবারও এক হয়ে জুটি বেঁধেছেন সিয়াম ও পূজা চেরি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকরা ছবিটিকে গ্রহণ করেন এবং প্রথম সপ্তাহে মাত্র ৪৭ হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৬-এ। বিষয়টি নিশ্চিত করেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

তবে পোড়ামন ২ ছবিতে এই জুটি দর্শকদের যতটা কাছে পৌঁছাতে পেরেছিলেন এই ছবিতে তারা কতটা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন সেটাই দেখার বিষয়। নোংরা রাজনীতি, প্রেম, অ্যাকশন, প্রেম নিয়ে নির্মিত এ ছবিটি দর্শক চাহিদার কারণেই হল মালিকরাও ছবিটি নিতে আগ্রহ প্রকাশ করছেন।

এদিকে গেল বৃহস্পতিবার রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে একটি গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা কর হয়। সেখানে ছবির কলাকুশলী, চলচ্চিত্রের কতিপয় শিল্পী, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সবাই ছবিটি দেখার পর প্রশংসা করেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ছবিটি যারা দেখছেন সবাই প্রশংসা করছেন। হল মালিকরাও ছবিটি নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। এখন পর্যন্ত সব শো-ই হাউসফুল যাচ্ছে।

সিয়াম ও পূজা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারি মম, মুনিরা মিঠু, রাজ রীপা, শিমুল খান, হারুন রশীদ, সুষমা সরকার ও রাইসা প্রমুখ।

ঢাকার যেসব হলে চলছে ‘দহন’- স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, শ্যামলী, বলাকা, মধুমিতা, চিত্রামহল, রানীমহল, চম্পাকলি। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় শহর ও জেলা শহরের বড় বড় সিনেমা হলে চলছে ‘দহন’ ছবিটি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com