আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার (৮ ডিসেম্বর) রাতে আন্দালিব রহমান পার্থ নিজেই গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র কেনেন আন্দালিব রহমান পার্থ।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এ আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ২০১৪ সালে বিএনএফের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন আবুল কালাম আজাদ।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ভোলা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের মনোনায়পত্র আপিল শুনানির পর বৈধ ঘোষণা করা হয়। এরপর ওই আসনে বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিজেপির প্রার্থী আন্দালিব রহমান পার্থকে বিএনপি জোট থেকে মনোনয়ন না দেওয়ার পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা বলেন, আমরা ভোলায় কোন জোট মোট বুঝিনা আমরা শুধু ভোলা-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরকে দেখতে চাই। গোলাম নবী আলমগীর ছাড়া অন্য কোন প্রার্থীকে গ্রহণ করবো না করতে চাই না।
তারা আরও বলেন, বিএনপি নেতা-কর্মীরা অনেক মামলা আসামি হয়ে জেল খেটেছে। ঘরে থাকতে পারেনি। ২০০৮ সালে ভোলা-১ আসনে সংসদ সদস্য ছিল আন্দালিব রহমান পার্থকে কিন্তু সে তখন আমাদের খোঁজ খবর কেউ নেইনি। এখন নির্বাচন আসাতে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হয়ে সে আসবে এটা আমরা কেউ কখনো মেনে নিবো না। অতএব আমরা বিএনপি’ র প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরকে দেখতে চাই।
এছাড়াও তারা এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান।