logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৫
নেপালে নিষিদ্ধ ভারতীয় নোট
প্রথম বাংলাদেশ ডেস্ক

নেপালে নিষিদ্ধ ভারতীয় নোট

ভারতীয় ১০০ টাকার বেশি নোটকে নেপালে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ জারি করে এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। নেপালের নিজস্ব মুদ্রার পাশাপাশি সেখানে ভারতীয় মুদ্রাও ব্যবহৃত হয়। তবে নেপালের এমন সিদ্ধান্তে ভারতীয় পর্যটকরা সমস্যার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। 

নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা জানিয়েছেন, বাসিন্দাদের ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় নোট নিজেদের কাছে বা জমা না রাখতে বলা হয়েছে।

নেপালে ভারতীয় মুদ্রা গ্রহণযোগ্য হলেও সেখানে ১০০ টাকার বেশি মূল্যের নোট নিয়ে প্রবল সমস্যার মুখে পড়তে হয় পর্যটকদের। জাল নোটের সমস্যা এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com