logo
আপডেট : ১১ জুলাই, ২০১৮ ১২:৪৫
বৃহত্তম অর্থনৈতিক দেশের তালিকায় ভারত ৬ষ্ঠ
অনলাইন ডেস্ক

বৃহত্তম অর্থনৈতিক দেশের তালিকায় ভারত ৬ষ্ঠ

ফ্রান্সকে পেছনে ফেলে বিশ্বের ষষ্ঠ অর্থনীতির দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারত। গত বছরের শেষে ভারতের মোট জিডিপি দাঁড়িয়েছে ২ দশমিক ৫৯৭ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে ফ্রান্সের ২ দশমিক ৫৪২ ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম অর্থনৈতিক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া চীন, জাপান, জার্মানি, যুক্তরাজ্য যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বব্যাংকের ২০১৭ সালের হালনাগাদ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাংক বলছে, বিভিন্ন চড়াই-উতরাই শেষে গত বছরের জুলাই থেকে অবিশ্বাস্যভাবে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। উৎপাদন ও ভোক্তাই গত বছর ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল। দেশটি ৫শ ও ১ হাজার টাকার নোট বাতিল এবং পণ্য ও সেবাকর (জিএসটি) চালু করায় হতাশা বিরাজ করছিল।

বিশ্বের সবচেয়ে জনবসতির দেশ ভারত। দেশটির বর্তমান জনসংখ্যা ১৩৪ কোটি। যেখানে ফ্রান্সের জনসংখ্যা ৬ কোটি ৭০ লাখ। গত এক দশকে ভারতের জিডিপি বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাংকের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে ভারতই হবে আগামী দিনের এশিয়ার অর্থনীতির চালিকাশক্তি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যমতে, চলতি বছর ভারতের প্রবৃদ্ধি ৭.৪ এবং ২০১৯ সালে তা বেড়ে ৭.৮-তে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। আর এটা আসবে পারিবারিক খরচ বাড়িয়ে ও কর সংস্কার করে।

অবশ্য এর আগে লন্ডনভিক্তিক সেন্টার ফর ইকোনোমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের এক পরামর্শক বলেছিলেন, ২০১৭ সালের শেষ দিকে ভারত জিডিপিতে অর্থনৈতিক ক্ষমতাধর ব্রিটেন ও ফ্রান্সকেও ছাড়িয়ে যাবে। এছাড়া সম্ভাবনা রয়েছে, ২০৩২ সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনাও তৈরি হচ্ছে ভারতের।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com