logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪৭
জামায়াত প্রার্থীদের প্রার্থিতা বিষয়ে আজ ইসির বৈঠক
প্রথম বাংলাদেশ ডেস্ক

জামায়াত প্রার্থীদের প্রার্থিতা বিষয়ে আজ ইসির বৈঠক

নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াতে ইসলামীর ২৫ নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করতে পারবেন কিনা তা আজ জানা যাবে। 

এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার বিকাল সাড়ে তিনটায় সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা হবে।

গত মঙ্গলবার জামায়াতের ২৫ নেতার ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির আদালতে রিট করেন।

রিটে ‘ধানের শীষ’ প্রতীকে ২২ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন জামায়াত প্রার্থীর ভোটে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। তাদের রিট আবেদনের শুনানি করেন হাইকোর্ট। শুনানির পর আদেশে ওই নেতাদের প্রার্থিতার বিষয়টি ইসিকে তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়েছি।নির্বাচন কমিশনকে বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে রুলের নিষ্পত্তি করতে। আমরা যেহেতু আজকে পেয়েছি, আমাদের হাতে আরও দুই কার্যদিবস আছে । এই সময়ের মধ্যে (সোমবার) আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দেব।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। ধানের শীষ প্রতীক নিয়ে এবার জামায়াতের ২২ নেতা নির্বাচনে অংশ নিয়েছেন। তিনজন করছেন স্বতন্ত্র প্রতীকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com