সরকার ভোটের মাধ্যমে ক্ষমতার বদল চায় না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
মির্জা ফখরুল বলেন, সরকার জনতার রায়ে ক্ষমতার বদল চায় না। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে এবার ফাঁকা মাঠে তাদেরকে ছেড়ে দেয়া হবে না। আমরা শেষ পর্যন্ত দেখব। জনরায় নিয়েই বাড়ি ফিরব’।
এসময় তিনি অভিযোগ করেন, সারাদেশে ধানের শীষের কর্মী-সমর্থকদের ওপর হামলা-মামলা চলছে। সরকারের দমন নিপীড়নে আমাদের বহু প্রার্থী প্রচারে নামতে পারছেন না। তাদের ওপর হামলা হচ্ছে অনবরত। প্রশাসন ও ক্ষমতাসীন দল মিলে এসব হামলা চালাচ্ছে।’
‘এসব কিছুর অর্থ হচ্ছে তারা জোর করে আবারও ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপিকে ভোটের মাঠ থেকে সরিয়ে ফাঁক মাঠে গোল দিতে চায়। এবার আর সেই সুযোগ দেয়া হবে না।’