logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৩
তারাগঞ্জে সভামঞ্চে প্রধানমন্ত্রী
প্রথম বাংলাদেশ ডেস্ক

তারাগঞ্জে সভামঞ্চে প্রধানমন্ত্রী

রংপুর পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১২ টায় তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে রংপুরের তারাগঞ্জে পৌঁছান।

সেখান থেকে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে দলের প্রার্থী ডিউক চৌধুরীর পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন।  সেখানে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত আছেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। পরে সড়ক পথে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন।

দুটি জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ও জেলার বিভিন্ন নির্বাচনি এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রংপুর-ঢাকা মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকা। নীলফামারীর সৈয়দপুর থেকে তারাগঞ্জ, রংপুর, মিঠাপুকুর শঠিবাড়ি পীরগঞ্জ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের দু পাশে অবস্থান নিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com