logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:০৫
সেনা মোতায়েনে ‘সমান সুযোগের’ আশায় বিএনপি
প্রথম বাংলাদেশ ডেস্ক

সেনা মোতায়েনে ‘সমান সুযোগের’ আশায় বিএনপি

জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই দাবি করে এটা নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সেনা মোতায়েনের আগের দিন এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানিয়েছেন।

৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে সোমবার থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে মোতায়েন হচ্ছে সেনাবাহিনী। বিএনপির দাবি ছিল তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর বিরোধী।

নির্বাচন কমিশন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা না দিলেও তারা জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় গ্রেপ্তার করতে পারবে সেনারা।  

সেনা মোতায়েনের দিনই রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকায় নির্বাচনী শোভাযাত্রার ঘোষণা দিয়েছে বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

আগের দিন রবিবার এক বিবৃতিতে সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। এতদিন এটি মোটেও বিদ্যমান ছিল না।’

‘বিএনপি আশা করে দেশের গর্বিত সেনাবাহিনীর প্রত্যেক সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন। কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না।’

‘সেনাবাহিনী সবসময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত। কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার কারণে তাঁদের সুনাম ক্ষুন্ন হতে পারে না।’

গত ১৮ ডিসেম্বর সারাদেশে মোতায়েন হয় আধা সামরিক বাহিনী বিজিবি। সব মিলিয়ে এক হাজার ১৬ প্লাটুন, সদস্য সংখ্যা ৩৬ হাজারেরও বেশি। 
এই বাহিনীর সদস্যরাও আছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সাধারণ নিরাপত্তা বাহিনী কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যাবে এই স্ট্রাইকিং ফোর্স। তবে তারা থাকবে বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com