logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:১২
গ্র্যান্ড মুফতির নিকট দেশের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
প্রথম বাংলাদেশ ডেস্ক

গ্র্যান্ড মুফতির নিকট দেশের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা বা বায়তুল মুকাদ্দাসের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ আহমেদ হোসেন।

শনিবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদ আল-আকসার গ্র্যান্ড মুফতি প্রধানমন্ত্রীর হাতে আল আকসা মসজিদের স্মারক তুলে দেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করতে গেলে আল আকসা মসজিদের গ্র্যান্ড মুফতিকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার জন্য নয়, বাংলাদেশের জনগণ ও শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করুন।’

এ সময় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘ফিলিস্তিনের সাবেক রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত আমাদের দুই বোনকে খুব স্নেহ করতেন। আমরা তাকে আংকেল বলে সম্বোধন করতাম ‘

মসজিদ আল-আকসার গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ আহমেদ হোসেন শুক্রবার ঢাকায় আসেন।

তিনি রাশিয়াভিত্তিক সংগঠন ইউনাইডেট মুসলিম উম্মাহ ফাউন্ডেশন ও ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আল আকসা মসজিদের গ্র্যান্ড মুফতির সঙ্গে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের মহাসচিব ড. কাজী এরতেজা হাসান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com