ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটের মার্কিন বিশেষ দূত ব্রেট ম্যাকগুর্ক পদত্যাগ করেছেন। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের কারণে তিনি এ পদক্ষেপ নিলেন। চলতি সপ্তাহে ট্রাম্পের এই ঘোষণার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও পদত্যাগ করেন। খবর এএফপির।
পদত্যাগপত্রে ম্যাকগুর্ক বলেছেন, সিরিয়ায় আইএস জঙ্গিরা পিছু হটেছে, কিন্তু এখনো পরাজিত হয়নি। সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হলে আবারও আইএসের উত্থানের মতো পরিস্থিতির সৃষ্টি হবে। সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্ত একটি ধাক্কার মতো লেগেছে এবং এটি মার্কিন নীতির সম্পূর্ণ পরিপন্থী। এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে শরীকদের দ্বিধান্বিত করেছে এবং লড়াইরত শরিকদের হতভম্ব করে ফেলেছে। তিনি আরও বলেন, নিজের সততা রক্ষায় ট্রাম্পের নতুন নির্দেশনা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না।
আইএস পরাজিত হয়েছে উল্লেখ করে ট্রাম্প গত বুধবার সিরিয়া থেকে প্রায় দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। ট্রাম্প এখনো ম্যাকগুর্কের পদত্যাগের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাননি।