logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৬
পিইসিতে আলফাডাঙ্গার শাহানারা একাডেমিতে শতভাগ পাস
প্রথম বাংলাদেশ ডেস্ক

পিইসিতে আলফাডাঙ্গার শাহানারা একাডেমিতে শতভাগ পাস

পঞ্চম শ্রেণির প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিইসি) পরীক্ষায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত বেগম শাহানারা একাডেমির শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতকাল প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

বেগম শাহানারা একাডেমি থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবারই প্রথম ১০ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে দুইজন জিপিএ-ফাইভ পেয়েছে।

বেগম শাহানারা একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। এছাড়া সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানও তিনি।

বেগম শাহানারা একাডেমির অধ্যক্ষ অমর কুমার দাশ বলেন, একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দোলনের অনুপ্রেরণা, শিক্ষকদের আন্তরিক চেষ্টা আর ম্যানেজিং কমিটির দক্ষ পরিচালনায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। এবার দুইজন জিপিএ-ফাইভ পেলেও আগামীতে এই সংখ্যা বাড়বে বলে আশাবাদী তিনি।

প্রথমবারের মতো পিইসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করায় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা আরিফুর রহমান দোলন।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com