নরসিংদী পৌর মেয়র মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে তার অপকর্ম স¤পর্কিত তথ্যানুসন্ধানমূলক সচিত্র সংবাদ পরিবেশনের জের ধরে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সরকারী মিডিয়া তালিকাভুক্ত “দৈনিক প্রথম ভোর” পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদ রানাকে পৌর মেয়র মোঃ কামরুজ্জামানের ভাড়াটে সন্ত্রাসী দ¦ারা প্রাণনাশের হুমকি প্রদান করায় ফুঁসে উঠেছে সচেতন নাগরিক,শিল্পী,সাহিত্যিক,সাংবাদিকসহ সংবাদপত্রসেবী পাঠক ও বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানসমূহ। ইতোমধ্যে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে পড়ার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে দৈনিক প্রথম ভোর পত্রিকা অফিসে ফোন করে প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদ রানা ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়াসহ হুমকিদাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন ও বিভিন্ন কর্মসূচী পালনের প্রদীপ্ত প্রত্যয় ব্যক্ত করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ তারা মোঃ মাসুদ রানার মতো একজন নির্ভীক,সৎ সম্পাদকের পাশে থাকার ঘোষণা প্রদান করে নৈতিকভাবে তার সৃজনশীল কর্মকে আরোও উৎসাহিত করেন। তাদেরই সুপরামর্শে নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকার দক্ষিণ খাঁন থানায় গত ১২/০৭/১৮ তারিখে রাত ৮:০০ ঘটিকার সময় একটি সাধারণ ডায়েরী(জিডি)করেন। সাধারণ ডায়েরী নম্বর-৭৬০। প্রাণনাশের হুমকি প্রদান প্রসঙ্গে প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদ রানা বলেন,“কুল্লু নাফসিন যাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। তাই কোনও হুমকি ধমকিতে আমি আমার নীতি থেকে সরে যাবোনা। এদেশের আপামর জনসাধারণের কথা বলতে গিয়ে,অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাহলেও আমি অন্যায়কে মাথা পেতে নেবনা।”