logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৯ ১২:৩৯
চট্টগ্রামে বৃদ্ধ পথচারী নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামে বৃদ্ধ পথচারী নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরের দেওয়ানহাট এলাকায় একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৭০ বছর।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরের দিকে দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সোয়া ৫টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com