logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৯ ১৬:০৬
বাড্ডায় ইয়াবা-হেরোইনসহ আটক ৩
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাড্ডায় ইয়াবা-হেরোইনসহ আটক ৩

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডার একটি ফ্ল্যাট থেকে ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হলেও বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ ঘটনাটি নিশ্চিত করেছে।

গ্রেফতাররা হলেন- মো. তাজুল ইসলাম (৩০), রোকসানা বেগম (২৬) ও লিপি আক্তার (১৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা এবং ১ হাজার পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

ডিএমপি জানায়, নিয়মিত ডিউটি করতে থানা পুলিশের একটি টহল দল বাড্ডা লিংক রোডে অবস্থান করছিল। পুলিশের কাছে সংবাদ আসে এলাকার ৬ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাটে মাদকের একটি বড় চালান ভাগাভাগি হচ্ছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় টহল পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। তাদের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com