logo
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৯ ১৬:১০
জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
প্রথম বাংলাদেশ ডেস্ক

জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আগামী ১৯ জানুয়ারি (শনিবার) স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

শনিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন। এছাড়া দিবসটি উপলক্ষে ১৮ জানুয়ারি (শুক্রবার) দুপুরে সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে।

রিজভী আরও বলেন, দিবসটি উপলক্ষে ইতোমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে, ক্রোড়পত্র প্রকাশিত হবে। অনুরুপভাবে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালন করা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com