logo
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৯ ২০:৪৬
আবারও বিতর্কিত আনুশকা
অনলাইন ডেস্ক

আবারও বিতর্কিত আনুশকা

টুইটারে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মধ্যে পড়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা। এর আগেও নানা বিষয় নিয়ে বিতর্কিত হয়েছেন এই অভিনেত্রী। তবে এবার তাকে নিয়ে সমালোচনার বিষয়টি অন্য রকম। টুইটারে একটি বিজ্ঞাপনের ভিডিও শেয়ার দিয়েছেন আনুশকা। সেই বিজ্ঞাপনটির মডেল তিনি নিজেই।

এখানে দেখা যাচ্ছে, একটি ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটছেন অনুশকা। সঙ্গে আরও দুই তরুণী। তাদের মধ্যে এক জনের পোশাকের পিঠের চেন খুলে যায়। হাত চাপা দিয়ে তরুণীকে লজ্জায় পড়ার হাত থেকে বাঁচান অনুশকা। বিজ্ঞাপনের শেষে এসে দেখা যায়, অনুশকা পানমশলা খাচ্ছেন।

সবই তো ঠিক আছে। তাহলে বিতর্ক কেন ? কারণ হলো অনুশকা এই ধরনের কোনও সামগ্রীর বিজ্ঞাপন করবেন না বলে জানিয়েছিলেন অনেক আগে। তার পরেও কেন তিনি এমন ধরনের সামগ্রীর বিজ্ঞাপন করলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।

এক নেটিজেন এমনও প্রশ্ন তোলেন, ক’দিন আগে এক ব্যক্তিকে রাস্তায় আবর্জনা ফেলতে দেখে প্রতিবাদী হয়েছিলেন অনুশকা। পান মশলা কি কোনো খাওয়ার মতো জিনিস? এখন কেন অনুশকা অন্যের মুখে আবর্জনা ফেলাকে প্রচার দিচ্ছেন?

এখনো সমালোচনার ব্যাপারে মুখ খোলোননি নায়িকা । দেখার বিষয় তিনি সব প্রশ্নের উত্তরে নতুন কোনও পোস্ট করেন কি না।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com