logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৯ ১৬:৫০
বাংলামোটরে আলম রেস্তোরাঁয় আগুন
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাংলামোটরে আলম রেস্তোরাঁয় আগুন

রাজধানীর বাংলামোটরে আলম রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, বিকেল ৩টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়। ৪টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিরূপণ করা সম্ভব হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com