logo
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৯ ১৬:৫৪
মূল্যায়ন চান সংরক্ষিত আসনের প্রার্থী মাহি
প্রথম বাংলাদেশ ডেস্ক

মূল্যায়ন চান সংরক্ষিত আসনের প্রার্থী মাহি

ত্যাগের বিনিময় নয় মূল্যায়ন চান সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাহিনুর আক্তার মাহি।

তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থা রেখে বলছি বিএনপি-জামায়াত জোটের নির্যাতন, ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন আমরা পাবোই। নেত্রী যাকে যোগ্য মনে করবেন তাকে দলের প্রয়োজনে নির্বাচিত করবেন। দলের সিদ্ধান্তে অবিচল আস্থা রেখে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নেত্রীর নির্দেশনা মেনে আগামী দিনেও জীবন বাজি রেখে কাজ করে যাবো।

মাহি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শাহবাগ থানার মহিলা বিষয়ক সম্পাদক। তিনি বিএনপি-জামায়াতের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা এবং শারীরিক মানসিক অত্যাচারের শিকার হয়েছেন বহুবার।

ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে হাতেখড়ি জোট সরকারের নির্যাতনের শিকার হয়ে জননেত্রীর নির্দেশনায় তৎকালীন ডিসি কোহিনূর এর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।

১/১১-এর সময় কারাবন্দি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তি আন্দোলনে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হওয়াসহ সিইসি ঘেরাও আন্দোলনে আহত হয়েছিলেন।

পরবর্তীতে তিনি সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে যুব মহিলা লীগের শাহ আলী থানার পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক, সভাপতি নির্বাচিত হন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com