logo
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ২০:২১
‘এদেশের জন্য ভাসানীর মতো নেতা দরকার’
প্রথম বাংলাদেশ ডেস্ক

‘এদেশের জন্য ভাসানীর মতো নেতা দরকার’

ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেছেন, দুর্নীতি এখন একটি রোগে পরিণত হয়েছে। এ জাতিকে বাঁচাতে হলে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। দেশে বর্তমানে মওলানা ভাসানীর মতো নেতা খুবই দরকার ছিল। তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, আপনি আপনার প্রথম পদক্ষেপে দেশ থেকে দুর্নীতি উৎখাত করুন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাপ ভাসানীর উদ্যোগে মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সদস্য সচিব কাজী আমানুল্লাহ মাহফুজ বলেন, মওলানা ভাসানী তার কাজের জন্য এ দেশের সব শ্রেণির মানুষের কাছে গণনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি এ দেশের মানুষের জন্য যে অবদান রেখেছিলেন তা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি সবসময় মেহনতী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্ব শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়া ইউরোপে প্রশংসিত।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ান, ন্যাশনাল আওয়ামী পার্টির দফতর সম্পাদক ইউনুস ফকির, যুগ্ম সচিব মোহাম্মদ ফরহাদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com