logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৪৫
সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন মাশরাফি
অনলাইন ডেস্ক

সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন মাশরাফি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ রবিবার অভিষেক হচ্ছে মাশরাফি বিন মর্তুজার। এ অধিবেশন শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। তবে বিপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি যোগ দিতে পারেননি।

গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন মাশরাফি। নির্বাচনের পরপরই বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

মাশরাফি বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। তার নেতৃত্বেই গত আসরে রংপুর বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবারও রাউন্ড রবিন লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফে খেলতে যাচ্ছে রংপুর।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com