logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:২৬
বিহারে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৬
অনলাইন ডেস্ক

বিহারে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৬

উদ্ধারকাজ চলছে। ছবি: এনডিটিভি

ভারতের বিহারে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে রাজ্যের বৈশালি জেলার শাহাদাই বুজুর্গের কাছে এ দুর্ঘটনা ঘটে। কমবেশি আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী।

এনডিটিভির খবরে বলা হয়, দ্রুতগামীর যাত্রীবাহী ট্রেনটি বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টেনটি লাইনচ্যুত হয়ে তিনটি উল্টে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একটি বগির ভেতরে আরো লাশ আটকা পড়ে আছে বলে ধারণা পুলিশের। তারা বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর এনডিটিভি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com