ইরান দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিক শাহর এলাকায় একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলায় রেভ্যুলেশনারি গার্ডের ১ সদস্য নিহত হয়েছেন। শনিবার ঘটা এ ঘটনার আহত হয়েছেন আরো ৫ জন। হামলার সময় ওই সেনাঘাঁটিতে ইরান বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপন করা হচ্ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
এই হামলার বিষয়ে নিরাপত্তা বিষয়ক সহকারী প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ হাদি মারাশি বলেন, আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে আজ সকালে হামলা চালানো হয়।
প্রদেশের স্থানীয় প্রসিকিউটর মোহাম্মাদি জানিয়েছেন, সন্ত্রসী এ হামলায় শহীদের নাম মর্তুজা আলি আহমাদি। এছাড়া আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। একইসঙ্গে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে ইরানের বন্দরনগরীর পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় দুইজন নিহত ও ৪২ জন আহত হয়েছিল।