logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:৫১
বিষযুক্ত খাবার পরিবেশন বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

বিষযুক্ত খাবার পরিবেশন বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী

বিষযুক্ত খাবার পরিবেশন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিষযুক্ত খাবার পরিবেশন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টিকর খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। ভেজাল খাবারের বিরুদ্ধে নাগরিক সচেতনতা জরুরি।

এ ছাড়া খাদ্য মজুদ নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৫ লাখ পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতি জোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের খাদ্য ‍নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা এবং মানুষের জীবনমান উন্নত রাখা, এটা আমাদের করতেই হবে। এটা আমাদের লক্ষ্য। আমাদের নির্বাচনী ইশতেহারেও কিন্তু বিষয়টা আমরা দিয়েছে, আমরা এটা করে যাব।’

কারও কাছে হাত পেতে নয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com