logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪৬
হঠাৎ ভূমি অফিসে মন্ত্রী!
অনলাইন ডেস্ক

হঠাৎ ভূমি অফিসে মন্ত্রী!

চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়ে ইতোমধ্যেই চট্টগ্রামে হৈ চৈ ফেলে দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সেই উত্তেজনায় আবারও ঘি ঢালতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় হঠাৎ পরিদর্শনে যান তিনি।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ চট্টগ্রামে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় গিয়ে হাজির তিনি!

ভূমি অধিগ্রহণ শাখায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রায় শোনা যায়। আর এর মধ্যেই মন্ত্রীর সফরে নড়েচড়ে বসেন কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভূমিমন্ত্রীর এ পরির্দশনে এলেন।

দায়িত্ব গ্রহণে পর চট্টগ্রামে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়সভায় মন্ত্রী তার মন্ত্রনালয়কে দুর্নীতিম্ক্তু করার ঘোষণা দেন।

তার এই ঝটিকা সফরে সত্যিই সারপ্রাইজ হন বিভিন্ন সময় প্রশ্নের মুখে পরা ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তারা। এ সময় মন্ত্রী দায়িত্বরত কর্মকর্তাদের কাজের খোঁজ-খবর নেন।

কর্ণফুলী নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নিজের শক্ত অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কোনো প্রভাবশালী নাই। প্রভাবশালী বলতে আমি কিছু বুঝি না। সরকারের চেয়ে প্রভাবশালী কে? মহামান্য আদালতের রায় আমাদের আছে। কাজ দেখেন, কথা বেশি বলে লাভ নেই।’

এর আগে গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সদরঘাটে বিআইডব্লিউ ঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড় পরিদর্শনে গিয়ে বলেন, ‘সরকারি হোক, বেসরকারি হোক আমরা কাউকে ছাড় দেব না। আমার কাছে অনেক কল আসছে...রিকোয়েষ্ট আসছে। কিন্তু আমি মনে করি এখানে রিকোয়েষ্ট রাখার কোনো সুযোগ নেই।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com