logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪২
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
অনলাইন ডেস্ক

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

পুলিশের মাদকবিরোধী অভিযান, প্রতীকী ছবি

মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, এসব অভিযানে ১২ হাজার ৫০৯টি ইয়াবা, প্রায় এক কেজি হেরোইন ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com