logo
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:১১
মনোনয়ন-দৌঁড়ে-ত্যাগী-পরীক্ষিত-নেতাকর্মীরা-অগ্রাধিকার-পাবে
অনলাইন ডেস্ক

মনোনয়ন-দৌঁড়ে-ত্যাগী-পরীক্ষিত-নেতাকর্মীরা-অগ্রাধিকার-পাবে

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সিভি যাচাই-বাছাই করার জন্য কমিটি করে দিয়েছেন। বিষয়টি তিনি নিজেও দেখছেন। আমরা অনেক যাচাই-বাছাই করে মনোনয়ন দেব। তবে আমাদের দলের দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবে।

আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যানের পদে মনোনয়নের জন্য নাম পাঠানোর ক্ষেত্রে এমপিরা প্রভাব খাটাতে পারেন- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এককভাবে নিয়ম ভঙ্গ করে যদি কোনও নাম বা তালিকা আসে সেজন্য তো আমাদের মনোনয়ন বোর্ড আছে। সেখানে এসব অভিযোগের ফয়সালা হবে। সঠিকভাবে নাম না আসলে জরিপ রিপোর্ট ও অন্যান্য বিষয় মিলিয়ে আমরা মনোনয়ন দেবো। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের ওপর আমরা ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেবো না।

তিনি বলেন, প্রথম ধাপের ৮৭ উপজেলা পরিষদের ফরম বিক্রি শুরু হয়েছে। চলবে ৮ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত। সেদিনই প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হবে। পরের দিন ৯ ফেব্রুয়ারি তৃতীয় ও চতুর্থ ধাপের প্রার্থী বাছাই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, শুধু চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেওয়া হবে। অন্যান্য পদগুলো উন্মুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর চা-চক্রে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতিতে গভীর খাদে কিনা রায় চলে এসেছে বিএনপি। বেসামাল-বেপরোয়া হয়ে তারা যখন যা খুশি তাই বলছে।

তিনি বলেন, বিএনপি-ঐক্যফ্রন্টের নেতারাই শুধু নির্বাচনকে বিতর্ক করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা কে, কী বলল এটা নিয়ে আমাদের আসে যায় না। এটা ব্যর্থ বিএনপির অসংলগ্ন প্রলাপ ছাড়া কিছু না।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com