logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৫
বারিধারায়-নিয়ন্ত্রণহীন-বাস-ফুটপাতে-নিহত-২
অনলাইন ডেস্ক

বারিধারায়-নিয়ন্ত্রণহীন-বাস-ফুটপাতে-নিহত-২

 রাজধানীর বারিধারায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে চায়ের দোকানে উঠে দোকানদার ও একজন নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে বারিধারা 'জে' ব্লকের কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান।

নিহত দুজন হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫) এবং চা দোকানি শাহীন (৪২)।কবিরের বাড়ি বাগেরহাটে; আর শাহিনের বাড়ি পিরোজপুরে।

পরিদর্শক শিহাব উদ্দিন বলেন, পালকি এন্টারপ্রাইজের দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান শিহাব।

এদিকে ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, এক ব্যাক্তি সকালে আহত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। চল্লিশোর্ধ ওই নারী কিছুক্ষণ পরই মারা যান।

বাচ্চু মিয়া বলেন, যে ব্যক্তি ওই নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি সড়ক দুর্ঘটনার কথা বলেছেন। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com