logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:১০
সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া গেল ফুটবলার সালার বিমান
অনলাইন ডেস্ক

সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া গেল ফুটবলার সালার বিমান

শেষ পর্যন্ত সম্ভবত খুঁজে পাওয়া গেল বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার দেহ। তবে তা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সমুদ্রের গভীরে সেই বিমানের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন ব্রিটিশ তদন্তকারী দল। তার মধ্য আটকে থাকা একদি দেহও দেখা গেছে। খবর সিএনএনের।

গেল ২১ শে জানুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার উদ্দেশে ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফ যাত্রা সালার বিমান। পরে ইংলিশ চ্যানেলের পর রাডার থেকে নিখোঁজ হয় এটি। ব্যক্তিগত বিমানটিতে কেবল পাইলট আর সালা ছিলেন। ব্রিটেনের গুয়ের্নসের পুলিশ অনেক খোঁজাখুঁজির পরও বিমানটির কোন চিহ্ন পাওয়া যায়নি।

রবিবার সমু্দ্রের গভীরে একটি ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় প্রথমে। এর পর রিমোট অপারেটেড ভেলিকেল (আরওভি) দিয়ে নিশ্চিত করা হয় এটা সেই হারিয়ে যাওয়া বিমানেরই ধ্বংসাবশেষ এবং তার ভিতরে দেহ রয়েছে।

ব্রিটিশ সরকারের এয়ার দূর্ঘটনা তদন্ত শাখা (এএআইবি) এক বার্তায় জানিয়েছে, ‘দূর্ভাগ্যজনকভাবে ভিডিও ফুটেজে ধ্বংসাবশেষের মধ্যে একজনের আটকে থাকার দৃশ্য দেখা গিয়েছে। এখন বিমান চালক ও ফুটবলারের পরিবার এবং পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে।’

এএআইবি একটি ছবিও প্রকাশ্যে এনেছে। যেখানে দেখা যাচ্ছে সেই বিমানের একটা অংশ ও তার রেজিস্ট্রেশন নম্বর। ২২২ ফিট গভীরে দেখা গিয়েছ এই ধ্বংসাবশেষ।

স্থানীয় পুলিশ কিছুদিন পরেই সালারের বিমান অনুসন্ধান বন্ধ করে দিয়েছিল। এরপর ব্যাক্তিগত উদ্যোগে সালার বিমানের খোঁজে গোটা বিশ্ব থেকে সাড়া পায় তাঁর পরিবার। প্রচারের মাধ্যমে তিন লক্ষ্য ইউরো জোগাড় হয়। মেসি থেকে শুরু করে সেরা ফুটবলাররাও এই উদ্যোগের পাশে দাঁড়ান।

ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলতেন সালা। পরবর্তীতে কার্ডিফ সিটি তাদের ইতিহাসের রেকর্ড ১৭ মিলিয়ন ইউরো খরচ করে নঁতের কাছ থেকে কিনে নেয় রি ফুটবলারকে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে পুরো ফুটবল বিশ্ব।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com