logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:১৫
সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গেছেন। সেখানে একটি হাসপাতালে চিকিত্সা নেবেন ফখরুল।

বিএনপি নেতারা জানান, নির্বাচনসহ নানা ব্যস্ততার কারণে বিএনপি মহাসচিবের নিয়মিত চিকিত্সা ব্যাহত হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই চিকিত্সার জন্য তিনি সিঙ্গাপুর গেছেন। তার দেশে ফেরার বিষয়টি চিকিত্সার ওপর নির্ভর করছে।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান ফখরুল। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সা নেন তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com