logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৪২
রাজধানীতে-মানহীন-ও-অনুমোদনহীন-প্রায়-চার হাজার পানির জার ধ্বংস
অনলাইন ডেস্ক

রাজধানীতে-মানহীন-ও-অনুমোদনহীন-প্রায়-চার হাজার পানির জার ধ্বংস

মানহীন ও অনুমোদনহীন প্রায় চার হাজার পানির জার ধ্বংস করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। মঙ্গলবার রাজধানীর রমনা, ফকিরের পুল, বঙ্গবাজার, মতিঝিল, কাপ্তানবাজার, নাবাবপুর, ইংলিশ রোড ও বাবুবাজার ব্রীজ সংলগ্ন এলাকাতে এবং কেরানীগঞ্জের কদমতলী ও শহীদনগর এলাকায় ভোর রাত থেকে অভিযান পরিচালনা করে এসব জার ধ্বংস করা হয়। পাশাপাশি জারজাতকরণে ব্যবহƒত যন্ত্রপাতিও ধ্বংস করা হয়। মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ঢেউটিন উৎপাদন এবং বিক্রির অপরাধে কেরানীগঞ্জের ‘বিকাশ কাটিং এন্ড করোগেটেড ইন্ডাষ্ট্রিজ’ এর বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানকালে বিভিন্ন হোটেল, দোকানপাট এবং উপস্থিত ক্রেতা/ভোক্তাসাধারণকে সচেতনতার করার লক্ষ্যে অবৈধভাবে বাজারজাতকৃ জারের ড্রিংকিং ওয়াটার সংরক্ষণ ও বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ॥ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী মঙ্গলবার ৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত ৭টি প্রতিষ্ঠানের মধ্যে পরিমাপের ক্ষেত্রে গজকাঠি ব্যবহার করায় রাজধানীর কাজী পাড়ায় মেসার্স কাসারিকা ফার্নিসিং পর্দার দোকান, মেসার্স ডি গ্যালারী পর্দার কাপড়ের দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই এলাকার মেসার্স মোহাম্মদ ডি. ফল ভান্ডার, মেসার্স বনফুল এন্ড কোং ও মিরপুর-২ এর বড়বাগ বাজার এলাকার মেসার্স হক বেকারী এন্ড সুইটস পণ্যের প্যাকেটে ওজন, মূল্য ইত্যাদি উল্লেখ না করায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। তাছাড়া মিরপুর-১০ নম্বর এলাকার মেসার্স জনতা ফুডস স্টোর ও মেসার্স সাহাদাৎ হোসেন এর ফলের দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেলের বিএসটিআই’র ভেরিফিকেশন সার্টিফিকেট গ্রহণ না করায় তাদের বিরুদ্ধে একই আইনে মামলা দায়ের করা হয়।

 

 

 

 

 

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com