logo
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:০১
যুক্তরাজ্যে-অগ্নিকাণ্ডে-চার-শিশুর-মৃত্যু
অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে-অগ্নিকাণ্ডে-চার-শিশুর-মৃত্যু

যুক্তরাজ্যের স্ট্যাফোর্ড শহরের একটি বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত শিশুদের বয়স তিন থেকে আট বছরের মধ্যে। মঙ্গলবারের ওই ঘটনায় দুজন প্রাপ্তবয়স্কসহ এক দুধের শিশু আহত হয়েছে। খবর টেলিগ্রাফ'র।

প্রতিবেশিরা জানিয়েছেন, ওই বাড়িতে আগুন লাগার পর তারা চিৎকার শুনতে পান। ওই অগ্নিকাণ্ডে আহত শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।

নিহতদের শিশুরা হচ্ছে রাইলি হল্ট (৮), কিগান ইউনিট (৬), টিলি রোজ ইউনিট (৪) ও ওলি ইউনিট (৩)। আহতরা হচ্ছে-নিহত শিশুদের দুই বছর বয়সী ভাই জ্যাক, জ্যাকের মা নাটালি ইউনিট (২৪) ও তার পার্টনার ক্রিস মোলটন (২৮)।

স্ট্যাফোর্ড পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত পৌনে ৩টার দিকে শহরের একটি বাড়িতে আগুন লেগেছে বলে তারা খবর পায়। ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com